বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিগজাউম আজ মঙ্গলবার দুপুরে দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়ের গতি ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার হতে পারে। এর প্রভাবে ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু জুড়ে ভারী বৃষ্টি শুরু হয়েছে।
চেন্নাইয়ে ভারী বৃষ্টির জেরে বানভাসি অবস্থা বিরাজ করছে। শহরের নিচু এলাকাগুলোতে জল ঢুকে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে, বানভাসি বহু এলাকা। চেন্নাইয়ের পেরুনগালাতুর এলাকায় রাস্তার উপরেই একটি কুমির ঘুরে বেড়াচ্ছে। সেই ভিডিও ভাইরাল হয়েছে। জলের তোড়ে ভেসে যাচ্ছে পার্কিং লটে দাঁড়িয়ে থাকা গাড়িগুলো।
ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী দুদিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুদুচেরি, করাইকানাল, ইয়ানাম-সহ একাধিক এলাকায়।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় অঞ্চলে ঝড়ের গতি ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। পাশাপাশি, ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।