টলিউড সুপারস্টার দেব নতুন ছবি ‘প্রধান’-এর মুক্তি নিয়ে আশাবাদী। ছবিটি পরিচালনা করেছেন অভিজিৎ সেন। চলতি বছরে ব্যোমকেশ এবং বাঘা যতীন রূপে বড় পর্দায় হাজির হয়েছেন দেব। বছর শেষে হ্যাটট্রিক নিয়ে তিনি কতটা আশাবাদী?দেব বলেন, “জানি না হ্যাটট্রিক সফল হবে কি না! প্রত্যেক বার দর্শকদের নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। এটুকু বলতে পারি, আমরা খুবই আশাবাদী।”
বছর শেষে বক্স অফিসে একাধিক ছবির ভিড়। বলিউডে থাকছে শাহরুখ খান অভিনীত ‘ডাঙ্কি’। দক্ষিণী সুপারস্টার প্রভাস নিয়ে আসছেন ‘সালার’। এ দিকে বাংলায় ‘প্রধান’-এর বিপরীতেই মুক্তি পাবে মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি ‘কাবুলিওয়ালা’। শো পাওয়া নিয়ে প্রত্যেকেরই সমস্যা। দেব কী ভাবছেন?
দেব বলেন, “আমরা জায়গা ছেড়ে দিলে বাংলা ছবি কোনও দিন মাথা উচুঁ করে বাঁচতে পারবে না! ভয় পেয়ে পিছু হটতে রাজি নই। আমি পিছিয়ে গেলে আরও অনেকে লড়াই করার সাহস হারাবে। যা হবে দেখা যাবে।”
গত বছর মুক্তির পর ‘প্রজাপতি’ নন্দনে শো না পাওয়ায় বিতর্ক সৃষ্টি হয়েছিল। ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন ছিল, মিঠুন বিজেপির সদস্য বলেই প্রজাপতিকে খেসারত দিতে হয়েছে। ‘প্রধান’ নিয়ে কী ভাবে নিজের রণকৌশল সাজাচ্ছেন দেব?দেব বলেন, “আমি অতীত নিয়ে ভাবি না। ছবিটা ব্লকবাস্টার। ওই অধ্যায় বন্ধ হয়ে গেছে। এ বার নতুন ছবি, তাই নতুন ভাবনা।”