রোড টু কাতার খুদে ফুটবলারদের নিয়ে তৈরি। ফিফার স্বীকৃতি পেয়েছিল গত বছর ফুটবল বিশ্বকাপ শুরুর আগে এই শর্ট ফিল্মটি। এই শর্ট ফিল্মটি মনোনীত হয়েছিল ওমানের দ্বিতীয় আন্তর্জাতিক নারী এবং শিশু চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক বিভাগে। আগামী চার থেকে ৬ই ডিসেম্বর ওমানে এই শর্ট ফিল্মটি আয়োজিত করা হয়েছে।
বর্ধমানের কৃষকান্ত মল্লিক গতবছর এই শর্ট ফিল্মটি তৈরি করেছিলেন। তিনি সেখানে কে কে নামেই পরিচিত। এই কে কে জানান পশ্চিম বর্ধমানের দুর্গাপুর সংলগ্ন প্রত্যন্ত গ্রাম কমলপুর সেখানকার আদিবাসীদের খুদে খেলোয়াড়দের ফুটবলের প্রতি ভালবাসা উন্মাদনায় তুলে ধরা হয়েছে এই রোড টু কাতার শর্ট ফিল্মটিতে।
তিনি জানান তারা এখানে আধুনিক প্রশিক্ষণ পান না। তবে তারা নিজেদের সবকিছু দিয়ে ফুটবলকে ভালবাসে। তারাই ফুটবলের জন্য নিজের অবলম্বন টুকু উজাড় করে দিতে পারে। ফুটবলের গোল পোস্টটি তৈরি করার জন্য বিশেষভাবে সক্ষম এক খুদে তার স্ক্র্যাচটি কে দিয়েছে।