শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের পর এবারে ডোমকলের তৃণমূল বিধায়ক। জাফিকুল ইসলাম এর বাড়ি থেকে উদ্ধার হয়েছে কারি কারি টাকা। সূত্রের মারফত খবর পাওয়া গিয়েছে এই বিধায়কের বাড়ি থেকে ২৮ লক্ষ টাকা এবং বিপুল সংখ্যক গয়না উদ্ধার হয়েছে।
বাজেয়াপ্ত হয়েছে তার এই বিপুলসংখ্যক টাকা এবং গয়না। তার দাবি এই জমি বিক্রি এবং গয়না সমস্তটাই শ্বশুরবাড়ির দেওয়া। নগদ টাকা ছাড়াও এই তৃণমূল বিধায়কের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল সংখ্যক গয়না। তিনি দাবি করেছেন এই বিপুল সংখ্যক গয়না তার স্ত্রী এবং মেয়ের। এই গয়না এবং টাকা জমি বিক্রি করে তাকে শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয়েছিল।
তার বলা কথাগুলো সমস্তটাই খতিয়ে দেখা হচ্ছে। এই তৃণমূল বিধায়কের নাম জড়িয়ে ছিল গরু পাচার মামলায় তারপর শিক্ষক দুর্নীতি মামলায় নাম জড়াতে তার বাড়িতে হানা দেওয়া হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার বিএড এবং ডিএলএড কলেজ গুলিতেও হানা দিয়েছে।