নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের রক্তবীজ এবারে ইতিহাস গড়তে চলেছে। কিন্তু কীভাবে? সেখানে এই প্রথম কোন বাংলা সিনেমার স্ক্রিনিং হতে চলেছে। ভিক্টর বন্দ্যোপাধ্যায় আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীর হাত ধরে এই প্রথম কোন বাংলা সিনেমা ভারত ও প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী দ্বীপ রাষ্ট্রে প্রবেশ করতে চলেছে।
এবারে টলিউড উৎসবের মরশুমে দাপিয়ে ব্যাটিং করেছে। দুর্গা পুজোতে একসঙ্গে চার চারটি বাংলা সিনেমা মুক্তি পেয়েছিল। এরই মধ্যে দর্শকদের ভীষণ প্রিয় ছবি রক্তবীজ দেখতে এখনো ভিড় হচ্ছে সিনেমা হলে। এই দেশের পাশাপাশি বিদেশেও রক্তবীজ বেশ রমরমিয়ে চলছে।
গত রবিবার দিনে সিডনির ফয়টা ব্ল্যাক টাউনের রক্ত বীজের শো হাউসফুল ছিল। সেখানকার দর্শকেরাও ভিক্টর আবির মিমির টানে সিনেমা হলে এসেছেন। এমনকি ষষ্ঠমতম সপ্তাতেও রমরমিও চলছে সিনেমা হলে রক্তবীজ। আগামী ১১ ই ডিসেম্বর ইন্দোনেশিয়ার কুয়ালামপুরে ক্লিনিং হবে এই ছবির।