লোকসভা ভোট আর কয়েক মাস বাদেই। যদিও তার আগে অবশ্য সিএ এর ইস্যুকে উসকে দিলেন ধর্মতলা থেকে অমিত শাহ। চ্যালেঞ্জ করলেন কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী সিএএ অর্থাৎ সংশোধিত নাগরিকত্ব আইন গোটা দেশের আইন। এই আইন বাংলার সরকার রুখতে পারবে না।
বিজেপি ২০১৯ সালের লোকসভা ভোটের আগে মতুয়াদের নাগরিকত্বের আশ্বাস দিয়েছিলেন। সংসদে সেই আইনিও পাস করা হয়েছিল। তারপর থেকেই সারা দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল। যদিওতা কার্যকর করা হলেও মহামারীর কবলে পড়ে তাকে অর্থাৎ সেই আইনটিকে হিমঘরে পাঠিয়ে দেওয়া হয়েছিল।
এই আইন পাশ করার পর থেকেই বিরোধিতা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরিষ্কার করে ঘোষণা করে দিয়েছিলেন সেই আইন এই রাজ্যে ঘোষণা করা হবে না। অমিত জানালে রাজ্যে অনুপ্রবেশ কে উস্কানি দেয়া হচ্ছে। তাই এটা দিল্লির আইন চাইলে কেউ আটকাতে পারবেনা।