তার ৯০ দশকের শেষের দিকে বলিউডের অভিনেত্রী হিসেবে উত্থান হয়েছিল। বলিউডে তার রাজা কি আয়েগি বারাত ছবিটির মাধ্যমে ডেবিউ হলেও কুচকুচ হোতা হে ছবি দিয়ে তিনি দর্শকদের মন জয় করেছিলেন। তারপর একের পর এক হিট ছবি দর্শকদের উপহার হিসেবে দিয়েছেন। তবে শোনা গিয়েছিল রানী অভিনয় দক্ষতার কারণে একাধিক ছবির অফার পেলেও মানানসই চরিত্র না পাওয়ার জন্য একুশের দশকের প্রথম দিকে মুছড়ে পড়েছিলেন।
সে নাকি একের পর এক প্রস্তাব ফিরিয়ে দিচ্ছিলেন। তার ওপর সেই সময় বেজায় চটে গিয়েছিলেন সেই সময় কিংবদন্তি পরিচালক এবং প্রযোজক যশ চোপড়া। সম্প্রতি সমাজ মাধ্যমের পাতায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছিল জেদের বসে যশ চোপড়া রানীর বাবা-মাকেও একটি ঘরে আটকে রেখেছিলেন। মুজছে দোস্তি কারোগি ছবির পর নাকি প্রায় আট মাস ঘরে বসে ছিলেন।
রানীর মা ভেবেছিলেন তিনি পাগল হয়ে গেছেন সেই কারণেই তার মা বাবার চোপড়ার কাছে গিয়েছিলেন রানী যাতে সাঁথিয়া ছবিটিতে হ্যাঁ করেন। জানিয়েছিলেন রানী যদি ছবিটির জন্য হ্যাঁ না করেন তাহলে তার বাবা মাকে ঘরে আটকে রাখবেন। ২০১৪ সালে এই জশ চোপড়ার ছেলে আদিত্য চোপড়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন রানী মুখোপাধ্যায়।