আবারো থমকে গিয়েছে, উত্তর কাশির সুরঙ্গের কাজ। বন্ধ রাখতে হয়েছে খোঁজাখুঁজির কাজ শুক্রবার রাত থেকে। খনন যন্ত্র ভেঙে যাওয়ার কারণেই বিকল্প পথ পার করতে হয়েছে উদ্ধারকারীদের। উদ্ধার কার্যের দিন ক্রমশ অনিশ্চিত হয়ে পড়ছে। এই প্রসঙ্গে আন্তর্জাতিক সুরঙ্গ বিশেষজ্ঞরা জানান আরো একমাস লেগে যেতে পারে উদ্ধার কার্যসম্পন্ন হতে।
আন্তর্জাতিক সুরঙ্গ বিশেষজ্ঞরা এখনো নির্দিষ্ট করে কোন দিন বলে উঠতে পারেননি। জানানো হয়েছে বড়দিন পর্যন্ত সময় লাগতে পারে কিংবা তার আগেও উদ্ধারকার্য সম্পন্ন হতে পারে। এই বিষয় ডিক্স জানান তারা এখনো কোনো সঠিক সময় উদ্ধারকার্যের বলে উঠতে পারছেন না। তবে আশা করছেন বড়দিনের মধ্যে শ্রমিকদের বার করে আনতে পারবেন। তাদের মূল লক্ষ্য হল ৪১ জন শ্রমিকদের সুরক্ষিতভাবে বার করে এনে বাড়ি ফিরিয়ে দেওয়া।
তিনি আরো জানান তিনি কখনোই বলেননি যে উদ্ধারকার্য কালকেই হয়ে যাবে তিনি বলেছেন শ্রমিকরা সুরক্ষিত এবং নিরাপদ ভাবে থাকবে এবং নিরাপদে তাদেরকে বার করে আনা হবে।