কেরলের কোচিতে একটি বিশ্ববিদ্যালয়ে গানের অনুষ্ঠানে হুড়োহুড়িতে চার পড়ুয়ার মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন অন্তত ৬০ জন।
শনিবার কেরলের কোচিন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে একটি গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে নিকিতা গান্ধী গান গাইতে এসেছিলেন। অনুষ্ঠান শুরুর আগেই শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে ভিড় করতে শুরু করে। একই সঙ্গে অনেকেই অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে চান। এতে হুড়োহুড়ি শুরু হয়। বৃষ্টির কারণে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। বৃষ্টি থেকে বাঁচতে শিক্ষার্থীরা ভিতরে ঢোকার চেষ্টা করতে থাকেন। এতে তুমুল হুড়োহুড়ি শুরু হয়।
হুড়োহুড়িতে কয়েকজন শিক্ষার্থী মাটিতে পড়ে যায়। তাদের উপর দিয়ে অনেকে চলে যান। এতে পদপিষ্ট হয়ে গুরুতর আহত হন বেশ কয়েক জন শিক্ষার্থী। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কালামাসেরি মেডিক্যাল কলেজ সূত্রে খবর, আহতদের মধ্যে দু’জন ছাত্র এবং দুই ছাত্রীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
শিক্ষামন্ত্রী বীনা জর্জ জানান, নির্দিষ্ট আমন্ত্রণপত্র দেখিয়ে পড়ুয়ারা অনুষ্ঠানে প্রবেশ করছিলেন। কিন্তু কিছু ক্ষণের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। এক সঙ্গে বহু মানুষ অনুষ্ঠানস্থলে হাজির হন। প্রত্যেকেই ভিতরে ঢুকতে চান। তাতেই শুরু হয় হুড়োহুড়ি, ঠেলাঠেলি।
বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা জানান, অনুষ্ঠান দেখতে সেই সময় ওপেন এয়ার থিয়েটারে হাজির হয়েছিলেন অন্তত দু’হাজার পড়ুয়া।
এই ঘটনায় কেরলে শোক নেমে এসেছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।