পাঠান জওয়ান টাইগার থ্রি এর মাঝে বাজিমাত করে বেরিয়েছে টুয়েলভথ ফেল। এবারে পাঠানো হলো অস্কারের জন্য বিভ্রান্ত মাসে অভিনীত এবং বিধু বিনোদ চোপড়া পরিচালিত এই ছবিটি। বিভ্রান্ত নিজেই এক সাক্ষাৎকারে এই খবরটি জানিয়েছেন। জানানো হয়েছে ব্যক্তিগত উদ্যোগে এই ছবি পাঠানো হয়েছে।
এই ছবিটি বাস্তব অবলম্বনে তৈরি করেছেন পরিচালক বিনদ চোপড়া। চম্বলের প্রত্যন্ত এলাকা থেকে লড়াই করে আইপিএস অফিসার হয়েছিলেন মনোজ কুমার শর্মা। এই সময় তার পাশে ছিলেন স্ত্রী শ্রদ্ধা জোশি। অনুরাগ পাঠক টুয়েলভ ফেল উপন্যাসে এই গল্পটি তুলে ধরেন। বিধু বিনোদ চোপড়া সেখান থেকেই চিত্রনাট্য সাজান আর সেই চিত্রনাট্যে কাজ করেন বিভ্রান্ত মাসে।
২০২৩ সালে অস্কারের মঞ্চ কাঁপিয়ে দিয়েছিল আর আর আর ছবিটি। এই ছবির নাটক গানটি সেরা অস্কার জিতে নিয়েছিল। কিছুদিন আগেই পরিচালক এটালি শাহরুখকে প্রস্তাব দেবেন বলে ভেবেছিলেন তার জবান ছবিটি অস্কারে পাঠানোর জন্য।