শিক্ষক নিয়োগ থেকে শুরু করে রেশন বাজার এমনকি গরু পাচারে কেন্দ্রের হেফাজতে রয়েছে রাজ্যের একাধিক নেতারা। ঠিক এমন পরিস্থিতিতে জেল বন্দি পার্থ অনুব্রত এবং জ্যোতিপ্রিয়র পাশে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সুপ্রিমোর গলায় আত্মবিশ্বাসের সাথে জানালেন তারা চুরি করতেই পারে না। মমতা নেতা মন্ত্রীদের গ্রেফতারের পাল্টা হুশিয়ারি দিয়েছেন।
মমতা নেতাজি ইনডোর স্টেডিয়ামের মেগা সমাবেশের মঞ্চ থেকে স্পষ্ট জানান গরু বাজারের দায়ে সম্পূর্ণ কেন্দ্রের। তিনি জানান গরু কাদের আন্ডারে, বিএসএফ। গরু পাহারা দেয় যারা সীমান্তে থাকে। গরু আসে বিহার রাজস্থান উত্তরপ্রদেশে থাকে। মমতা আরো জানালেন কয়লা ধুলে ময়লা যাবে না। তাই তিনি জানান তৃণমূলরা চোর নয় চোর হল কেন্দ্র।
জানালেন গ্রেফতার হওয়া তিন মন্ত্রীর দিকে তাকিয়ে সকলেই হাসছেন। সবার সময় এক থাকেনা। আগামী দিনে যখন তাদের চেয়ার থাকবে না তারা তখন কোথায় যাবে। জেলে নাকি সেলে।