স্টার জলসার অন্যতম ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া।হঠাৎ করেই মিশকার বাচ্চা কেঁদে উঠলো সূর্য তাতে ভয় পেয়ে হসপিটালে নিয়ে যেতে হবে বলে বাড়ির সবাইকে জানালো কিন্তু সূর্যের কাকিমা দিদি জানালো বাচ্চারা ছোট থাকলে এমন করেই কাঁদে শোনাও তো এভাবেই কাঁদতো। কিন্তু সূর্য ও লাবণ্যের মন কিছুতেই যেন এতে থামছে না। অন্যদিকে মিশকা মনে মনে ভাবছে বাড়ির সবাই যাতে ছোট বেবিটা কে নিয়ে মাথায় করে রাখে তার জন্যই তো সে কাঁদিয়েছে।
দীপা তার দুই মেয়েকে নিয়ে এখন আলাদা থাকছে কিন্তু সোনা ও রুপার জন্মদিনে সেনগুপ্ত পরিবারের সকলেই এসেছে বলতে গেলে। হঠাৎ করেই বেল বাজায় দীপার মনে হল তার ডাক্তারবাবু বোধহয় তার দুই মেয়ের জন্মদিনে এসেছে। কিন্তু সে ভুল ছিল সোনা ও রুপার দাদুভাই এসেছে দীপা শশুর তাকে জানাই সূর্য যদি সবকিছু ভুলে থাকতে পারে তাহলে দীপা কেন পারছে না।
দীপা তার বোন অর্জুন সবাই মিলে তাদের নিজেদের স্কুলের ইউনিয়নে এসেছে। সেখানকার প্রিন্সিপাল সকলের সঙ্গে দেখা করছে দীপা কে দেখে সেও অবাক হয়ে গিয়েছে। তারপরেই সে বলে অর্জুনের মতন এমন বাউন্ডুলে ছেলের কিভাবে দীপার মতন এত মিষ্টি বউ হল।