অ্যানিমেলের ট্রেলারে দেখা গেল অদম্য পিতৃস্নেহ, প্রিয়জনদের মৃত্যুর মিছিলে রীতিমতো হিংস্র হয়ে ওঠার গল্প। দুর্দান্ত ঝলকে রোমহর্ষ রণবীর কাপুর। নেট দুনিয়ায় এই ছবির সর্গল পড়ে গিয়েছে বৃহস্পতিবার এই ছবির ট্রেলার সামনে আসতেই। হিংসা প্রতিশোধ রক্তাক্ত অতীত ভবিষ্যতের সঙ্গে ভালোবাসার গল্প দিয়ে রোমাঞ্চকর ভাবে তুলে ধরা হয়েছে এই অ্যানিমেল ছবিটি।
যদি এর আগের রণবীর কাপুরকে এই অবতারে দেখা যায়নি। রণবীর কাপুরের জীবনে এই ছবিটি মাইলফলক হতে চলেছে। এই প্রথমবার তিনি সন্দীপ রেড্ডি ভাঙ্গারের সঙ্গে হাত মিলিয়েছেন কাজের জন্য। বিকৃত শৈশব বদমেজাজি বাবা সব মিলিয়ে যেন একটি রোমাঞ্চকর গল্প হতে চলেছে। তিন ঘন্টার বইতে বোঝা যায় কে হিরো আর কেইবা ভিলেন!
সেন্সর বোর্ডের তরফ থেকে এই ছবি এ শংসাপত্র পেয়েছে। তিন ঘন্টা ২১ মিনিটে এই ছবিটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্যই। বাণিজ্য বিশ্লেষকদের দাবি পয়লা ডিসেম্বর বক্স অফিসে যেন সুনামি আছে চলেছে। ওই দিনকেই আবার ভিকি কৌশল অভিনীত শ্যাম বাহাদুর আসছে।