পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে সরব হলেন। ভারতের প্রথম সারির শিল্পপতি এবং বিদেশি অতীতের সামনে মমতা স্পষ্টভাবে কেন আমাদের শিল্প দেশ ছেড়ে চলে যাচ্ছে? এজেন্সি দিয়ে কেন শিল্পপতিদের গলা টিপে ধরা হচ্ছে? সারাক্ষণ তাদের ভয় কেন থাকতে হচ্ছে?
তার কথা অনুযায়ী কেন্দ্রীয় সরকার কর নেবেন এতে কোন বাধা নেই তবে শিল্পপতিদের ওপর বাড়তি চাপ প্রয়োগ করে হলে তাদের ওপর ভয় সৃষ্টি করা হচ্ছে। যদিও এই কর কাঠামো অনুযায়ী রাজ্যের যে অংশটা পাওয়ার কথা তার রাজ্য পাচ্ছে না।
মঙ্গলবারে মুখ্যমন্ত্রী বিশ্ব বাণিজ্য সম্মেলন থেকে সড়ব হয়েছিলেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। তিনি জানান খড়্গপুরের রাজ্য সরাসরি ভাবে আয়কর নিতে পারেনা কেন্দ্র তাদের থেকে নিয়ে রাজ্যকে দেয় কিন্তু তিনি দুঃখের সাথে জানান যে কেন্দ্র এখনো ১০০ দিনের কাজে টাকা দিতে পারেনি।