৯ দিন কেটে যাওয়া সত্ত্বেও তোর কাছে সুরঙ্গে এখনো ৪১ জন শ্রমিক আটকে রয়েছে।আটক শ্রমিকদের কাছে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। তবে চেষ্টা করা হচ্ছে সুষম এবং সহজপাঠ্য খাবার পৌঁছে দেওয়ার শুকনো খাবারের জায়গায়। যেমন মুগ ডালের খিচুড়ি ফল তরল খাবার। এই প্রথম শ্রমিকদের আটকে থাকা ছবি ধরা পরল।
খাবার কিভাবে পাঠানো হচ্ছে এবারে পুরনো পাইপ নয় নতুন ছয় ইঞ্চি পাইপ বসানো হয়েছে যেখানে জঞ্জাল ভেদ করে সমস্ত সুষম পাচ্ছ খাবার পাঠানো হচ্ছে। সোমবার রাতে আটকে থাকা শ্রমিকদের ছবি ধরা পড়েছে। দ্রুত উদ্ধার করার কাতর আবেদন জানাচ্ছে শ্রমিকরা।
উল্লেখ্য শ্রমিকদের উদ্ধারের জন্য একাধিক নয়া সংস্থা উদ্ধারের কাজে লেগেছে। খুব জলদি রাস্তা কেটে খননকার্য চালিয়ে শ্রমিকদের কাছে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। কেন্দ্রের তরফ থেকে নানান ভাবে সাহায্য করা হচ্ছে।