বিনোদন

বড়সড়ো আইনি ঝামেলায় শাকিরা! হতে পারে দশ বছরের জেল

 

কলম্বিয়ান বংশোদ্ভূত স্প্যানিশ পপ তারকা শাকিরার বিরুদ্ধে আবারও কর ফাঁকির অভিযোগ এনেছে স্প্যানিশ সরকার। স্প্যানিশ ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে বার্সেলোনায় থাকাকালীন শাকিরা বিপুল পরিমাণ কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

স্প্যানিশ সরকারের অভিযোগ, ২০১৮ সালে শাকিরার স্পেনে কর দেওয়ার কথা ছিল ৭.১ মিলিয়ন ইউরো। কিন্তু তিনি তা দেননি। শুধু তাই নয়, ভুয়ো এক সংস্থার নাম ব্যবহার করে কর ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ করা হয়েছে।

স্প্যানিশ আইন অনুযায়ী, বছরের ৩৬৫ দিনের মধ্যে ১৮৩ দিন স্পেনে কাটালে বসবাসকারীদের কর দিতে হয়। শাকিরা এবং পিকের মধ্যে বিচ্ছেদ হওয়ার পর শাকিরা মায়ামিতে চলে যান। কিন্তু তিনি এখনও স্পেনের বাসিন্দা বলে বিবেচিত হন।

শাকিরার বিরুদ্ধে এই অভিযোগের তদন্ত চলছে। যদি তাকে দোষী সাব্যস্ত করা হয়, তাহলে তাকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।শাকিরার আইনজীবীরা এই অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলেছেন, শাকিরা সবসময় আইন মেনে চলেন। শাকিরার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ এটাই প্রথম নয়। ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যেও তাকে একই অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। সেসময় তিনি ২১৮ কোটি টাকা জরিমানা দিয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.