গত আট দিন ধরে এখনো উত্তর কাশিতে 41 জন শ্রমিক কে উদ্ধার কার্য চলছে। ক্রমশ তাদের অবস্থার অবনতি ঘটছে স্বাস্থ্যের। খোদ কেন্দ্রীয় মন্ত্রী নিজে গিয়েছিলেন দর্শনে। মন্ত্রী নীতিন গড় করি নিজে জানান অত্যাধুনিক গ্রিলের মাধ্যমে সব ঠিকঠাক থাকলে দুদিনের ভেতরে উদ্ধারকার্য চালানো হবে।
গড় করি আরো জানান প্রায় ছয় ইঞ্চির পাইপ দিয়ে খাবার জল সরবরাহ করা হচ্ছে। এছাড়াও ওষুধ সরবরাহ করা হচ্ছে। তাদেরকে ড্রাই ফুড সরবরাহ করা হচ্ছে। তিনি শ্রমিকদের বাড়ির লোকে আশ্বাস দিয়েছেন সব ঠিকঠাক থাকলে দুদিনের মধ্যে উদ্ধার করা যাবে।
150 মিটারের বড় টানেল ধস নেমেছিল। খবর পেয়েও ঘটনাস্থলে উত্তর কাশির পুলিশ পৌঁছে যায়। উদ্ধার কার্য চালানো হয়। সেনা নামানো হয় ঘটনাস্থলে।