দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বিজেপি তাকে ছাড়াও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ঝাড়খণ্ডের হেমন্ত সরেন কেউ গ্রেফতারের ছক করছেন। তার দাবি এই লোকসভা কেন্দ্রগুলিতে বিরোধীদের গ্রেপ্তার করে ভালো ফল করার ছক কষে ছিলেন বিজেপিরা।
উল্লেখ্য কেজরিওয়ালের মতন এই আশঙ্কা করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ইতিমধ্যেই আবগারি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসৌদিয়া। আপন নেতৃত্ব আশঙ্কা করছেন কেজরিওয়াল এই মামলায় গ্রেফতার হতে পারেন। তিনি গ্রেফতার হলে জেল থেকে মুখ্যমন্ত্রিত্ব সামলাবে কিনা তা জানতে চান দলীয় কর্মীদের কাছে। দলীয় কর্মীরা এক বাক্যে জানান তারা মুখ্যমন্ত্রী তো পদে কেজরিওয়ালকেই দেখতে চান।
কেজরিওয়ালের এই অভিযোগ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী তথা সংসদ মীনাক্ষী লিখি বলেন অন্যায় করলে তাকে শাস্তি পেতেই হবে। আর যদি কেজরিওয়াল নির্দোষ হন তাহলে অহেতুক এত ভয় কেন পাচ্ছেন? তিনি জেলে যেতে হবে বলে কেন কাঁদুনি গাইছেন? সত্যি বলতে তিনি জানেন তিনি আবগারী মামলার সঙ্গে আসছে পৃষ্ঠে জড়িয়ে রয়েছেন।