প্রধানমন্ত্রীর মিথ্যাচার আরো একবার প্রকাশ্যে এলো। তবে এবারে বিরোধীরা নয় তার মিথ্যার মুখোশ খুলল তারই সরকার মন্ত্রক। প্রধানমন্ত্রী ৪ নভেম্বর 36 গড়ের এক নির্বাচনী জনসভায় কথা দিয়েছিলেন এই বেশের 80 কোটির বেশি গরীব মানুষকে আগামী পাঁচ বছরের জন্য বিনামূল্যে রেশন দেয়া হবে। তবে বুধবার দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এক জানুয়ারি ২০২৪ এ তাতে তালা ঝুলতে চলেছে।
কেন্দ্রের এই বিবৃতি সামনে আসতেই এবারে কংগ্রেস আসরে নেমেছে। তাদের বক্তব্য প্রধান মন্ত্রী যা বলছে তাদের সরকার মন্ত্র অন্য কথা বলছে, তাহলে সত্যিটা আসলে কে বলছে? প্রধানমন্ত্রীর তরফ থেকে যে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে তাতে লেখা রয়েছে এক বছরের জন্যে বিনামূল্যে রেশন দেয়া হবে।
তবে বিরোধীদের রসের মুখে পড়ে আগামী লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে আবারো নতুন বিজ্ঞপ্তি জারি করতে পারেন প্রধানমন্ত্রী এমনটাই মনে করা হচ্ছে। তবে এই বিষয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছেন ভোটাররা প্রধানমন্ত্রীর কাজ দেখে তাকে ভোট দিয়েছেন। এই রাজ্যে এক কোটি ছয় লক্ষ মানুষকে আগামী পাঁচ বছর ধরে ফ্রিতে রেশন দেবে।