এবারে লৌহ কপাট বিতর্ক নিয়ে মুখ খুললেন কবীর সুমন তিনি এই রিমেকের প্রতিবাদ তো করলেন কিন্তু তার নিজের ভঙ্গিতে। তিনি জানালেন এই লৌহ কপাটের ইতিহাস। কাজী নজরুল ইসলামের লৌহ কপাট গানটির সুর বদলে এ আর রহমান নিজের সুর বসিয়েছেন এতে আঘাত পেয়েছে বাংলার অধিকাংশ মানুষ।
বাংলার মানুষ এবং শিল্পীরা একজন হয়ে লৌহ কপাট সম্পর্কে বলেছেন এই গানটি কে খুন করা হয়েছে। ইতিমধ্যেই এই লৌহ কপাট গানটি কে নিয়ে নজরুল পরিবারের অন্দরেও ঝামেলা শুরু হয়ে গিয়েছে। যদি এই ব্যাপারে এখনো মুখে কুলুপ এঁটে আছেন অস্কার জয়ী সুরকার এ আর রহমান। তবে এবারে কোভিদ সুমন বোঝালেন রহমান কে ক্ষমা চাইতে হবে না তিনি শুধু এই গানটির ইতিহাস জানুন।
কবীর সুমন জানিয়েছেন এই গানটি সুর করার আগে কেউ রহমানকে যদি গানটার লিরিক্স বলে দিত। তাহলে খুব ভালো হতো লিরিক্স অনুযায়ী গানটি কে সুর দেওয়া উচিত ছিল। এখনকার দিনের গান শুনলে মনে হয় মিক্সার এর ভেতর লোহা, পাথর সিমেন্ট সব একসঙ্গে ঘুরছে। তিনি বিশ্বাসই করতে পারছেন না এ আর রহমানের মত না একজন এই গানটির সুর দিয়েছেন। তার মতে রহমানকে কারুর বলা উচিত এই গানটি নিয়ে জাতীয় সংগ্রাম রয়েছে।