আসমুদ্র হিমাচল যার হাসিতে ফিদা তিনি হলেন মাধুরী দীক্ষিত। আসন্ন লোকসভা ভোটে এবারে সেই হাসিই দেখা যাবে। বলিউড দিবা এবারে কোন ছবির প্রচারে নয় সক্রিয়ভাবে রাজনীতিতে পা রাখতে চলেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে তিনি লোকসভা ভোটে লড়তে চলেছেন।
শোনা যাচ্ছে তিনি সবকিছু ঠিকঠাক থাকলেই বিজেপির হয়ে উত্তর-পশ্চিম মুম্বাই থেকে লড়বেন। তার নাকি ইতিমধ্যে গেরুয়া শিবিরের সঙ্গে কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। সূত্রের মারফত খবর অভিনেত্রী মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং বিজেপি নেতা আসিস সেলারের সঙ্গে কথা বলেছেন।
যদিও এখনো অব্দি মাধুরী দীক্ষিত রাজনীতিতে পা রাখা নিয়ে মুখে কুলুপ এটে আছেন। এমনকি নিউজিল্যান্ড বনাম ভারত সেমিফাইনাল ম্যাচে তাকে আশীষের পাশে বসে থাকতে দেখা গিয়েছে। মাধুরী ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে অমিত শাহ এর সঙ্গে দেখা করেছিলেন। তার সেই সময় থেকেই জল্পনা শুরু হয়েছিল রাজনীতিতে যোগ দেওয়ার।