জি বাংলার এক জনপ্রিয় ধারাবাহিক হলো জগদ্ধাত্রী।
মেহেন্দি ভয় পেয়ে গিয়েছে সে তার শাশুড়ি মা এবং উৎসবের কাছে জানাচ্ছে অফিসে গিয়ে প্রথমেই সে চেয়েছিল বরদি অর্থাৎ কৌশিকীকে চেয়ার থেকে সরাতে এবং বদনাম করে দিতে কিন্তু ঘোষ বাবু তিনি বলে দিয়েছেন মেহেন্দির নাম।
মুখার্জি পরিবারে প্রীতির সন্তান আসতে চলেছে তাই কৌশিকী তাকে এই পারিবারিক ঝামেলার মধ্যে না থাকার জন্য অনুরোধ করছে কিন্তু প্রীতি জানায় তার স্বামী ভালো না থাকলে সে কিভাবে ভালো থাকবে। অন্যদিকে আবার উৎসব রাজনাথকে দোষী করে বলছে কিছুদিন পরেই ডিএনএ টেস্টের রিপোর্টের সন্তান নয় তা প্রমাণ হয়ে যাবে। তখনই উৎসবকে কৌশিকী সেখান থেকে চলে যেতে বলে।
কৌশিকী জগদ্ধাত্রী কাছ থেকে জানতে পেরে গিয়েছে কাঁকনের মন বিষিয়েছে মেহেন্দি ও উৎসব। তাই কৌশিকীয় ঠিক করে নিয়েছে উৎসব আজকে বাড়ি ফিরলে ছেড়ে কথা বলবে না। আবার জগদ্ধাত্রী কৌশিকী কে জানালো সে যদি কাকনকে ফিরিয়ে না আনতে পারে তাহলে সে ওই বাড়ির চৌকাঠ মারাবে না।