রীতিমতো বিতর্কে সৃষ্টি হয়েছে কারার ঐ লৌহ কপাট গানটি পিপা ছবিকে কেন্দ্র করে। এর কারণ হলো ছবির সুরকার এ আর রহমান গানটিকে নিজের মতন সুর করে দিয়েছেন। যদিও সুর বিকৃত করার অভিযোগে নির্মাতারা জানিয়েছেন তারা চুক্তিবদ্ধভাবে এই কাজ করেছেন। আপাতত স্বত্ব নিয়ে নজরুল পরিবার দুভাগে বিভক্ত হয়ে গিয়েছেন।
নজরুল পৌত্র কাজী অরিন্দম এবং খিলখিল কাজী জানিয়েছেন তাদের না জানিয়ে দাদা অরিন্দম এই গান বিক্রি করেছেন। একই মত আরও এক পৌত্রির অনিন্দিতা কাজের যিনি এখন রয়েছে আমেরিকাতে। ১৬ ই নভেম্বর সাংবাদিক বৈঠক আয়োজন করেছিলেন অরিন্দম এবং খিলখিল। খিল খিল বাংলাদেশ থাকে তবে তিনি এই ঘটনা শুনে কলকাতায় এসেছেন।
অরিন্দম দাদা অনির্বাণের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। তিনি চার রহমান এবং কাপুড় ফিল্মসের তরফ থেকে জনসমক্ষে ক্ষমা চাওয়া হোক। অরিন্দম জানা তার মা কল্যাণী কাজী ৮৬ বছর বয়স। তিনি তার দাদাকেও বৈষয়িক দায়িত্ব দিয়েছিলেন। তবে তার দাদুর সরকারি পুরস্কারও নাকি বিক্রি করতে চেয়েছিলেন তিনি জানালেন তিনি নাকি একমাত্র উত্তরসূরি। তাহলে সে এবং তার বোন তারা কি আত্মা?