রোহিত শর্মা কবে যাবেন অস্ট্রেলিয়া, কোন ম্যাচ থেকে তিনি খেলতে পারবেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরও স্বয়ং জানেন না। সাংবাদিক সম্মেলনে তিনি একথা স্বীকার করে নিয়ে বলেন, পুরো ব্যাপারটাই বিসিসিআই দেখছে। তবে সূত্রের খবর, দলের সঙ্গে যাচ্ছেন না অস্ট্রেলিয়ায়। ২২ নভেম্বর প্রথম টেস্ট। তার আগে পৌঁছতেও পারেন। তবে যা খবর, তাতে পরপর দু’টেস্টই মিস করতে পারেন ভারতীয় দলের ক্যাপ্টেন। জানা গেছে, রোহিতের স্ত্রী রীতিকা দ্বিতীয়বার সন্তান সম্ভবা। আর সে কারণেই ছুটি নিয়েছেন হিটম্যান।