নৈহাটির বড় মায়ের মন্দিরে মঙ্গলবার পূর্ব নির্ধারিত সূচি মেনেই পূজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে অধিকাংশ তৃণমূল বিধায়ক ছিলেন। কিন্তু ব্যারাকপুরের শিল্পাঞ্চলের চার তৃণমূল বিধায়ককে তার সঙ্গে দেখা গেল না। তিনি যখন পুজোয় বসেছিলেন তার চারপাশেই ছিল বরানগর পানিহাটি দমদম এবং জগৎদলের বিধায়ক।
কিন্তু এত বিধায়ক থাকা সত্ত্বেও দেখা যায়নি এই চার বিধায়ককে। তারা হলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র, খরদা এর বিধায়ক তথা রাজ্যে কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, ব্যারাকপুরে বিধায়ক তথা চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তীর এবং নোয়াপাড়ার বিধায়ক মঞ্জু বসুকে।
এই বিষয়ে আজকে জিজ্ঞাসা করা হলে তিনি এখন চলচ্চিত্র উৎসবের অনুষ্ঠানে ব্যস্ত তাই তিনি যেতে পারেননি অন্যদিকে আবার মদন মিত্র জানান এই অনুষ্ঠানের কথা তিনি আগে থেকে জানতেন না তাই তিনি এখন কলকাতার বাইরে রয়েছেন অন্যদিকে শোভন দেব চট্টোপাধ্যায় আবার জানান কলকাতা থেকে খড় দেওয়া যতদূর খড়দহ থেকে নৈহাটি ঠিক ততদূর তাই তার পক্ষে যাওয়া সম্ভব ছিল না অন্যদিকে মঞ্জু বসু সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোন উত্তর দেননি।