ভারত

দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত হলেন সাহারাশ্রী সুব্রত রায়!

 

ভারতের বিখ্যাত ব্যবসায়ী এবং সাহারা ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সুব্রত রায় মঙ্গলবার রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

দীর্ঘদিন ধরে ক্যানসার-সহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন সুব্রত রায়। গত ১২ নভেম্বর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানেই মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সুব্রত রায় ১৯৪৮ সালে বিহারের আড়ারিয়া জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৭৮ সালে তিনি সহারা ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন। সহারা ইন্ডিয়া বর্তমানে ভারতের অন্যতম বৃহৎ কোম্পানি। কোম্পানির ব্যবসার মধ্যে রয়েছে টেলিযোগাযোগ, বিমা, বীমা, অর্থনৈতিক সার্ভিস, বিনোদন ইত্যাদি। সুব্রত রায়ের মৃত্যুতে ভারতের ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ অনেকেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.