খরাজ মুখোপাধ্যায় হাজির মাদল বাজিয়ে বগলা মামার বেশে। তার সাঙ্গ হিসাবে জুটেছে উজান মুখোপাধ্যায়, সুদীপ ধারা, জিত সুন্দরকে। আবার সবাই মিলে ধরেছে বগলা মামা যুগ যুগ জিও। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের আরও এক কাহিনী বড় পর্দায় নিয়ে হাজির।
বগলা মামা তৈরি হয়েছে রাজকুমার মৈত্রের লেখা কাহিনী অবলম্বনে। যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়। চরিত্রের সঙ্গে যেন একাত্ত হয়ে গিয়েছেন পোড় খাওয়া অভিনেতা। তার সাজগোজ আটের দশকের সঙ্গে মানানসই। রঙ্গন চক্রবর্তীর লেখা বগলা মামা যুগ যুগ জিও গানটি। সুর দিয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।
এই গানটি গেয়েছেন দেবায়ন বন্দ্যোপাধ্যায়। এই গানের মাধ্যমে ছবির কিছুটা আবাস পাওয়া যায় বগলা মামা থিয়েটার নিয়ে থাকতেই ভালোবাসেন এই ছবিটা খরাজ ছাড়াও রয়েছেন অপরাজিতা আঢঅ্যা। ছবির মুক্তির তারিখ যদি এখনো জানা যায়নি তবে আশা করা যাচ্ছে খুব জলদি মুক্তি পেতে চলেছে।