এ আর রহমানের ‘কারার ঐ লৌহ কপাট’ বিতর্কের জেরে বাঙালি জাতীয়তাবোধের জোরালো জাগরণ লক্ষ্য করা যাচ্ছে। এই বিতর্কে সোশ্যাল মিডিয়ায় ‘জাত গেল, জাত গেল’ বলে রব তোলা বাঙালিরা ৩৬৫ দিনের মিশ্র ‘ভাষা বিভ্রাট’ ভুলে প্রতিবাদে সরব হয়েছেন। এই আবহেই আত্মবিস্মৃত বাঙালিকে সচেতনতার পাঠ দিলেন অনুপম রায়।
অনুপম রায়ের মতে, বাঙালিকে নিজেদের বাঁচিয়ে রাখার জন্য আরও সচেতন হতে হবে। নাহলে কালীপুজো কেড়ে নিয়ে দিওয়ালি চাপিয়ে দেওয়া হবে। তিনি বলেন, ‘বাঙালি জাতীয়তাবোধের জোরালো জাগরণ এখন দরকার। আমরা যদি নিজেদের সংস্কৃতিকে রক্ষা করতে না পারি, তাহলে আমাদের নিজেদের অস্তিত্বও বিপন্ন হয়ে পড়বে।’
অনুপমের এই মন্তব্যকে স্বাগত জানিয়েছেন বাংলাপক্ষর গর্গ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘অনুপম রায়ের মন্তব্য বাঙালি জাতীয়তাবোধের জোরালো জাগরণের প্রতিফলন। আমরা আশা করি, এই জাগরণ আরও প্রসারিত হবে এবং বাঙালিরা নিজেদের সংস্কৃতিকে রক্ষায় সচেষ্ট হবে।’ গর্গ চট্টোপাধ্যায় সত্যজিৎ রায় সৃষ্ট চরিত্রদের উদাহরণ দিয়ে ভাষার ভেদাভেদ বুঝিয়েছেন। তিনি বলেন, ‘ফেলুদা কালীপুজোয় বিশ্বাসী, মগনলাল দিওয়ালিতে বিশ্বাসী। কিন্তু দুজনেই বাংলার সন্তান। তাই তাদের মধ্যে ভাষার ভেদাভেদ থাকতে পারে না।’