বর্তমানে বায়োপিকের রমরমা বলিউড ইন্ডাস্ট্রিতে। রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি ক্রিকেট তারকাদের নিয়েও বায়োপিক হচ্ছে। সেই তালিকাতেই নবম তম সংযোজন যুবরাজ সিং। সৌজন্যে রয়েছেন আমির খান।
এবারে বড় পর্দায় জুবির বায়োপিক দেখা যেতে চলেছে। এই সিনেমার প্রযোজনা কত চলেছেন আমির খান। যুবরাজের সঙ্গে ইতিমধ্যে প্রাথমিক স্তরে কথাবার্তা সেরে ফেলেছেন। যদিও এখনো পর্যন্ত মুখে কুলুপ এঁটে রয়েছে দুই তারকায়। তবে শোনা যাচ্ছে ক্রিকেটের ক্যারিয়ারের পাশাপাশি মারণ রোগের চিত্রটাও তুলে ধরবেন আমির খান।
২০১১ সালে দাপুটে খেলা দেখিয়েছিল যুবরাজ সিং ২২ গজে। তিনি তখনই জানতেন না তার শরীরে বাসা বেঁধে রয়েছে মারণ রোগ। তারপরেই ভারতীয় ক্রিকেট জগতে নেমে আসে দুঃসংবাদ।