রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দিলেন কেন ২৫৩ টি বি এড কলেজে অনুমোদন বাতিল হল এই নিয়ে তদন্ত করা হবে। শুক্রবার জানিয়ে দিল রাজ্যের বি এড বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় নিয়ম নীতি না মানার জন্য বেসরকারি বিএড কলেজগুলির অনুমোদন পুনঃ নবীকরণ করা হবে না জানিয়ে দেওয়া হয়েছে।
বি আর আম্বেদকর বিএড বিশ্ববিদ্যালয়ের আগাম সর্তকতা বহু বেসরকারি কলেজ মানে নি। আই না মানার জন্য সেই কারণেই এই বেসরকারি কলেজগুলির অনুমোদন বাতিল করা হয়েছে। মাত্র ২৪ টি বি এড কলেজ রয়েছে আর বাকি বেসরকারি ৬০০টি কলেজে লক্ষাদিক ছাত্র-ছাত্রী শিক্ষক হওয়ার জন্য এই বিএড কোর্স নিয়ে থাকেন। আপাতত এই সিদ্ধান্তে অনেকেরই ভবিষ্যত অনিশ্চিত।
এই সিদ্ধান্তে শিক্ষা দপ্তর জানিয়েছে ঠিকই হয়েছে তিনি জানেন না তবে যা হয়েছে পুরো ঘটনাটাই তদন্ত করে দেখা হবে। এই বছর চার ই অক্টোবর ছিল অনুমোদন জমা দেওয়ার দিন বেসরকারি বিএড কলেজগুলির এর মধ্যে ৩০০ টি কলেজ এই নিয়ম মেনেছে বাকি ২৫৩ টি কলেজ এই নিয়ম মানে নি। যদিও এই কলেজগুলি অনুমোদন না পেলেও এনসিটি নিয়ম মেনে ছাত্র-ছাত্রীদের যথাযথ অনুপাত বজায় রেখে আবারো আবার আবেদন করলে অনুমোদন পেতে পারে। তবে সেপ্টেম্বরে ছাত্রছাত্রীরা সেমিস্টার শেষে সরকার অনুমোদিত রেজাল্ট পাবে কিনা সেই নিয়ে সংশয় দেখা গিয়েছে।