অনেক দূর জল গড়িয়ে গিয়েছে টাকার বদলে প্রশ্ন বিতর্কে। এথিক্স কমিটি তৃণমূলের সাংসদ মহুয়া মিত্রের সাংসদ পদ খারিজের শিল-মোহর দিয়েছে। কিন্তু তারপরেও তিনি মচকাচ্ছেন না। এই খবর শোনার পর তিনি পাল্টা সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে টেলিফোনে রীতিমতো হুমকি দিয়ে বলেন লোকসভা থেকে তাকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে পরের লোকসভা ভোটে তিনি বড় ব্যবধানে আবারো ফিরে আসবেন।
এরই পাশাপাশি তিনি এই সিদ্ধান্তকে ক্যাঙ্গারু কোট বলে কটাক্ষ করেছেন। তিনি জানিয়ে দিয়েছেন এতে তিনি বিন্দুমাত্র অবাক হননি। বৃহস্পতিবার মহুয়া মৈত্রের লোকসভা পদ খারিজের জন্য এথিক্স কমিটি লোকসভার স্পিকার এর কাছে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ডিসেম্বরে ৪ তারিখ থেকে শুরু হয়ে যাবে সংসদের শীতকালীন অধিবেশন। সেইখানেই সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে সে যাই পরিস্থিতি হোক না কেন সব রকম ভাবে লড়াই করতে প্রস্তুত কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি সেটা প্রতিটা পদক্ষেপেই বুঝিয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন এই ধরনের কর্ম করে তাকে কোনভাবেই দমানো যাবে না।