উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের সময় দু’বছর আগে দাবি উঠেছিল। শেষ পর্যন্ত আলিগড় পুরসভা বিজেপির দেয়া প্রস্তাবে সায় দিল। দিল্লির প্রথম মুসলিম শাসক কুতুবউদ্দিন আইবকের সময় গড়ে ওঠা পশ্চিম উত্তরপ্রদেশের শহরের এই নতুন নাম হবে হরিগর।
এই প্রস্তাবটি পেশ করেন আলিগড় পুরসভার অধিবেশনে বিজেপি কাউন্সিলর সঞ্জয় পন্ডিত সোমবার দিন। মঙ্গলবার মেয়র প্রশান্ত জানান সংখ্যাগরিষ্ঠ মানুষ এই আলিগড় থেকে হরিদ্বার হওয়ায় সায় দিয়েছেন। তবে বিরোধীরা অনেকেই মনে করছেন লোকসভা ভোটের আগে যোগীর রাজ্যে এমন নাম বদল কোন উদ্দেশ্য নৈতিক কাজ।
যোগী ২০১৭ সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই একের পর এক শহরের নাম বদলেছে সেই তালিকায় এবারে যুক্ত হল আলীগড় এর নাম। আবার সরকারি সূত্র খবর পাওয়া গিয়েছে সুলতানপুর গাজীপুর ফারুকাবাদ এর নামের বদল হতে পারে। আলীগড় কে পুরো দেশ তালাশহর বলেই চেনে এই নামের সঙ্গে জড়িয়ে রয়েছে আলীগড় বিশ্ববিদ্যালয় আলীগড় বিমানবন্দরের নাম।