বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা দেব সম্প্রতি তার পরিচালক ও বন্ধু রাজ চক্রবর্তীর বিতর্কের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। গত কয়েক দিন ধরে রাজ চক্রবর্তীকে তার ধর্মীয় বিশ্বাসের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়তে হয়েছে।
রাজ চক্রবর্তী সম্প্রতি টিটাগড়ে একটি ঈদ অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি মাজারে মাথা ঠেকিয়ে দোয়া করেন। এই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেকেই রাজ চক্রবর্তীর এই কর্মকাণ্ডকে তার নিজস্ব ধর্মের প্রতি অশ্রদ্ধা বলে অভিযুক্ত করেন।
এই বিতর্কের বিষয়ে দেব বলেন, “রাজ চক্রবর্তী একজন ভালো মানুষ। সে কখনোই কারো ধর্মকে অপমান করে না। সে শুধুমাত্র একটি মাজারে গিয়েছিল এবং দোয়া করেছিল। এটা তার ব্যক্তিগত বিশ্বাস।”