চারটি মামলা দায়ের হলো ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং তেলেঙ্গানার কংগ্রেস নেতা মহাম্মদ আজহারউদ্দিনের বিরুদ্ধে। তার বিরুদ্ধে আর্থিক বিনিয়ম এর অভিযোগ তোলা হয়েছে। ভোটের মুখে এমন হওয়ায় অস্বস্তিতে কংগ্রেস দল। যদিও এই অধিনায়ক এক বিবৃতিতে জানিয়েছেন তাকে কালিমালিপ্ত করা হচ্ছে।
তেলেঙ্গানায় ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক আজহারউদ্দীনকে মাঠে নামিয়েছে মসনদে দখলে। রাজ্য বিধানসভা ভোট আগামী ৩০ শে নভেম্বর। ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করা হয়েছে এর আগে। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে হায়দ্রাবাদে তিনি সভাপতি থাকাকালীন ক্রিকেট আর্থিক বেনিয়মে সঙ্গে যুক্ত ছিলেন। একইসঙ্গে আবার এইচসিএ এর আরো কয়েকজন সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
আজহার এ বিষয়ে জানিয়েছেন তার সুখ্যাতি নষ্ট করার জন্য তার বিরুদ্ধে মিথ্যা কথা রটানো হচ্ছে। তিনি সকলের কাছে স্পষ্ট করে দিতে চান তিনি এরকম কোন কাজের সঙ্গে কোনোভাবেই যুক্ত নয় তার সঙ্গে কোন বিন্দুমাত্র সম্পর্ক নেই।