স্টার জলসার অন্যতম ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া।এবারে রুপাকে রুপার দাদুভাই নিতে এসেছে। এবারে রুপা তার মা তার বাবা আর হিংসা কটি সবাই একসঙ্গে থাকবে। উভাকবি আনন্দিত কিন্তু এর মাঝেও রূপা ভাব যে এতদিন ধরে যে রুপা এই মামা মামীর কাছে থাকলো তাহলে তাদের জন্য উপর কষ্ট হবে। বলতেই তার মামি কোলে তুলে বলল রুপা তাদের জন্য এত ভাবে! রূপকে দেখতে মাঝে মাঝেই তারা যাবে তাদের আসল বাড়িতে।
দীপার রুপা এবার থেকে সেনগুপ্ত পরিবারে সঙ্গেই থাকবে। ঠিক সেই মতন লাবণ্য দীপাকে চাবির ভার দিয়েছে। আর তারপরে জয় বলছে দীপার জিনিসপত্র কোথায় রাখা হবে তখন সোনা বলে ওঠে তার ফুল মার তো এই বাড়িতে কোন ঘর নেই তাহলে সে কোথায় থাকবে তখন দীপা বলে তার সোনা মা যেখানে থাকে সেখানেই দীপা রুপা থাকবে।
দীপা এখন সেনগুপ্ত বাড়িতেই রয়েছে হঠাৎ করেই রাতে দাকে সূর্য সোফায় ঘুমিয়ে পড়েছে সে তার গায়ে একটা চাদর দিয়ে দিতে যাবে ঠিক তখনই সূর্য তার হাতটা ধরে। দুজন দুজনের পুরনো দিনের কথা মনে পড়ে যায়। কীভাবে সূর্য তাকে ভালোবাসার কথা বলেছিল, একে অপরের বিয়ে হয়েছিল। তবে কি সব বিভেদ ভুলে আবারও এক হয়ে গেল সূর্য ও দীপা।