এখনো অব্যাহত লোকসভার এথিক্স কমিটিতে টাকার বদলে প্রশ্ন বিতর্কের শুনানি ঘিরে। এথিক্স কমেডি মহুয়া এবং আরো দুই অভিযোগকারী বক্তব্য শুনেছে। যদিও সেখানে মাঝপথ থেকেই মহুয়া বেরিয়ে এসে অশালীন অনৈতিক ব্যক্তিগত প্রশ্ন তোলার অভিযোগ তুলেছেন। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে যদি মহুয়া দোষী সাব্যস্ত হয় তাহলে কি শাস্তি পাবেন?
মহুয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি সংসদে প্রশ্ন করার জন্য ব্যবসায়ী হীরানন্দানীর থেকে টাকা নিয়েছেন। দর্শনের প্রতিবন্ধী ব্যবসায়ীকে টার্গেট করাই উদ্দেশ্য ছিল। এর পাশাপাশি অভিযোগ উঠেছে আবার মহুয়া নাকি সংসদ হিসেবে পাসওয়ার্ড দিয়ে লগইন করেছিলেন। যা ইতিমধ্যেই মহুয়া নিজের মুখে স্বীকার করে নিয়েছেন। কিন্তু তিনি টাকা নেয়ার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।
যদি মহুয়া দোষী সাব্যস্ত হন তাহলে তিনি কি সাজা পাবেন? যদিও এই বিষয়ে এখনও কোন কিছু পরিষ্কার নয়, এই এথিক্স কমিটি গঠিত হয়েছিল। ১৯৯৭ সালে মোদী সরকারের আমলে ২০১৫ সালে এই এথিক্স কমিটি স্থায়ী হয়। ২০০৫ সালে প্রথমবার ১০ জন সংসদের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। তাদের সাংসদ পদ খারিজ করা হয়েছিল। কিন্তু কৃষ্ণনগরের সাংসদ মহুয়ার বিরুদ্ধে ঠিকই পদক্ষেপ নেয়া হবে তা এখনো জানা যায়নি।