এবারে ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এর নাম জড়ালো মহাদেব অনলাইন বেটিং অ্যাপে। ইডির অভিযোগ এই অ্যাপ সংস্থা থেকে এই বর্ষিয়ান নেতা প্রায় ৫০৮ কোটি টাকা পেয়েছেন। এই মহাদেব এক বিজ্ঞাপনের জন্য ইডি ইতিমধ্যেই তলপ করেছেন রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর, কপিল শর্মা সহ বেশ কিছু তারকাকে।
ছত্রিশগড়ে সামনেই নির্বাচন তার আগে ইডির এমন অভিযোগ। কেন্দ্রীয় সংস্থা দাবি করেছে, ছত্রিশগড়ে তল্লাশি চালিয়ে ইতিমধ্যে ৫ কোটি ৩৯ লক্ষ টাকা ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। কংগ্রেস নেতা ভূপেশ এই সংস্থা থেকে 508 কোটি টাকা পেয়েছেন। এই বেটিং অ্যাপের কর্তারা বিদেশ থেকে কাজ চালান। ইডি এখনো পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে। অভিযুক্ত মোট ১৪ জন। সব মিলিয়ে ৪৫০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে।
এই মহাদেব এক বিজ্ঞাপন করার জন্য ইতিমধ্যেই কপিল শর্মার রণবীর কাপুর শ্রদ্ধা কাপুর সহ বেশ কিছু তারকাকে তলক করা হয়েছে। জানা গিয়েছে এই মহাদেব বেটিং অ্যাপ এর সঙ্গে দাউদ ইব্রাহিমের যোগাযোগ রয়েছে। খবর পাওয়া গিয়েছে এই বেটিং অ্যাপের ছত্রছায়ার মোট ৬০টি বেআইনি বেটিং অ্যাপ রয়েছে।