বৃহস্পতিবার এথিক্স কমিটির বৈঠক থেকে বেরিয়ে এসেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মিত্র ব্যক্তিগত এবং অনৈতিক প্রশ্ন করার অভিযোগ তুলে। তারপরেই কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ লোকসভার স্পিকার ওম বিড়লা কে চিঠি লিখে এই কথা জানান। তার অভিযোগ এথিক্স কমিটির বস্ত্রহরণ করা হয়েছে। আসলে তার অভিযোগের তীর এথিক্স কমিটির চেয়ারম্যান তথা সাংসদ বিজেপির বিনোদ সোনকরের দিকে।
তিন পাতার চিঠি লেখেন মহুয়া বৃহস্পতিবার সন্ধ্যায় লোকসভার স্পিকারকে। তার কথা অনুযায়ী এটি কমিটির চেয়ারম্যান মর্যাদা হানি করেছে। মহুয়ার দাবি অনুযায়ী তার পাশাপাশি আরো পাঁচ জন সদস্য তাতে আপত্তি জানিয়েছে। কিন্তু তাতে কোনরকম কর্ণপাত না করে চেয়ারম্যান প্রশ্ন করে যেতেই থাকেন।
ঠিক কি ধরনের প্রশ্ন করা হয়েছিল মহুয়াকে? মহুয়ার চিঠিতে বলা হয় যে তিনি গতরাতে কার সঙ্গে কতক্ষণ কথা বলেছেন তার সমস্ত কল রেকর্ড নিয়ে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছিল। মহুয়া লোকসভার স্পিকার এর উদ্দেশ্যে জানিয়েছেন,” দেশের শীর্ষ আদালত বলছে, ব্যক্তিগত বিষয় নিয়ে জানতে চাওয়া হয়।” তিনি তার প্রতিবাদ লিপিবদ্ধ করেছেন।