জনপ্রিয় বাংলা গ্রাফিক নভেল ‘রাপ্পা রায়’কে নিয়ে ছবি তৈরি হচ্ছে। পরিচালনা করবেন মৈনাক ভৌমিক। সবকিছু ঠিক থাকলে জুন মাসে শুরু হবে ছবির শুটিং।
রাপ্পার চরিত্রে লেখক সুযোগ বন্দ্যোপাধ্যায়ের পছন্দ ঋত্বিক চক্রবর্তী। রাপ্পার বন্ধু টনির চরিত্রে তাঁর প্রথম পছন্দ অম্বরীশ ভট্টাচার্য। তবে, চূড়ান্ত সিদ্ধান্ত প্রযোজক এবং পরিচালকের উপরেই ছেড়ে দিয়েছেন তিনি।
ফ্রেন্ডস কমিউনিকেশনের পক্ষ থেকে ‘ফুলস্টপ ডট কম’ এবং ‘স্টোরিলাইন’ গল্পের স্বত্ব কিনে নেওয়া হয়েছে। এই দুটি গল্পের উপর ভিত্তি করেই তৈরি হবে ছবিটি।
ছবির প্রযোজক হিসেবে থাকবেন সুবোধ ঘোষ এবং দেবাশীষ সরকার। সঙ্গীত পরিচালনা করবেন ইন্দ্রদীপ দাসগুপ্ত।