বিনোদন

সিধু মুসেওয়ালার কাহিনী এবার ফুটে উঠবে বড় পর্দায়! পরিচালনা করবেন শ্রীরাম রাঘবন

 

গত বছর ২৯শে মে পাঞ্জাবে মানসা জেলায় গুলি করে খুন করা হয়েছিল পাঞ্জাবে সংগীত শিল্পী সিধু মুসেওয়ালাকে। মাত্র ২৯ বছর বয়সে প্রাণ হারায় এই সংগীত শিল্পী দুষ্কৃতিদের হাতে পড়ে। এই সংগীত শিল্পীর খুন এ অভিযুক্ত গোল্ডি ব্রার গ্যাংস্টার লরেন্স বিষ্ণই এর সহযোগী। যদিও গত বছর শোনা গিয়েছিল আমেরিকাতে তাকে আটক করা হয়েছিল। যদিও তিনি আবারও ফেরার তকমা পান।

মুসেওয়ালার মৃত্যু প্রায় দেড় বছর কেটে গিয়েছে এখনো লোকের মুখে তার গান শোনা যায়। পাঞ্জাবি লেখক জুবিনদারজিৎ সিং তার জীবনের উপরে একটি বই লিখেছেন। সেই গল্পের অবলম্বনে এবারে বড় পর্দায় ধরা দেবে সেই গল্প। সূত্রের মারফত খবর ম্যাচ বক্স শর্টস নামক এক প্রযোজনা সংস্থার তরফে ইতিমধ্যেই জুপিন্দ্র জিৎ সিং এর লেখা বইটি হু কিল্ড দ্য মুসেওয়ালা? দেশপাইরালিং স্টোরি অফ ভায়োলেন্স ইন পাঞ্জাবের সত্ব কিনে নিয়েছে।

যদিও কোন রকম আনুষ্ঠানিক ঘোষণা হয়নি এই ছবির। হঠাৎ করেই এক বছর আগে মে মাসে খুন হয়ে যান এই সংগীতশিল্পী। যদিও তার আগে লরেন্স বিষ্ণই সমাজ মাধ্যমের পাতায় তাকে খুন করার কথা জনসমক্ষে জানিয়েছিলেন। সেই ঘটনার পরেই নিজের গ্রামে গুলিবিদ্ধ হয়ে মারা যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.