মুখ্যমন্ত্রী জানালেন তার পায়ের আঘাতে ভুল চিকিৎসা করার ফলে সেপটিক হয়ে গিয়েছিল। বুধবারে নবান্নের বইটাকে মুখ্যমন্ত্রী নিজেই জানালেন তার ১০ থেকে ১২ দিন আইভি ইনজেকশন চলছে কারণ তার পায়ে ভুল চিকিৎসা হয়ে গিয়েছে। পেন শহরে যাবার পর পায়ে চোটের জায়গায় আবারো আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী।
তিনি বেশ কয়েকদিন বাড়িতে ছিলেন তারপর 27 শে অক্টোবর দুর্গাপুজোর কার্নিভালে বাড়ি থেকে বের হন এবং মঙ্গলবার নবান্নে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল চিকিৎসাকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছেন ইতিমধ্যেই বিরোধীরা। এই নিয়ে শুভেন্দু অধিকারী তার টুইটারের এক্স লিখে মুখ্যমন্ত্রী ভুল চিকিৎসার জন্য এক্ষুনি স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ করা উচিত।
আমার সিপিএম নেতার সুজন চক্রবর্তী কটাক্ষ করে বলেন,” এটাই হলো রাজ্যের সেরা হাসপাতালের শ্রেষ্ঠতম বিজ্ঞাপন।” মুখ্যমন্ত্রী জানালেন অনেকেই বলার চেষ্টা করছে তিনি ৫৫ দিন পর আবারো নবান্নে এসেছেন। কিন্তু এটা সম্পূর্ণ ভুল তার বাড়িটাই ছিল অফিস কারণ রোজ নবান্ন থেকে ফাইল তার বাড়িতে যেত। সেখান থেকেই তিনি পরিচালনা করেছেন। কাজ এখন কোন ফাইল পড়ে নেই।