ভারত

মারাঠা সংরক্ষণ ইস্যুতে উত্তাল মহারাষ্ট্র, পদত্যাগ করলেন একাধিক সাংসদ-বিধায়ক

 

পুড়ছে মহারাষ্ট্র মারাঠা সংগঠন ইস্যুতে। সোমবার বিক্ষোভকারীরা এন সি পি বিধায়ক প্রকাশ শোলংকারের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। মঙ্গলবারে ও রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে রেলরত অবরোধ। ঠিক এমন অবস্থাতেই আন্দোলনের অন্যতম মুখ অনশনরত মনোজ জারাঙ্গে পাতিলের সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী একনাথ শিনডে। মুখ্যমন্ত্রী তার স্বাস্থ্যের খবর নেয়ার পাশাপাশি তাকে অনেক আশ্বস্ত করেছেন।

ঠিক তারপরেই পাটিল অনশন তুলে নেন। জানা গিয়েছে উভয়ের মধ্যে নাকি কুড়ি মিনিট কথা হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী নাকি মারাঠা সংরক্ষণ বিষয়ে আশ্বস্ত করেছেন। এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী তরফে জানানো হয়েছে সন্দীপ সিন্ধি কমিটির রিপোর্ট জমা পড়লে মারাঠাদের বিশেষ সংসদপত্র দেওয়ার সিদ্ধান্ত নেবে। মুখ্যমন্ত্রীর অনুরোধ মারাঠা সংরক্ষণ আন্দোলনের মুখ এক গ্লাস জল পান করেন বলেও জানা গিয়েছে।

যদিও মনোজ জারাংগে পাটিল মিডিয়াতে তা স্বীকার করেননি। তার দাবি তিনি জল পান করবেন দুদিন ঠিকই কিন্তু তা শিবাজীর বংশধর শাহু মহারাজের অনুরোধে। সমস্ত মারাঠিতে ওবিসি সার্টিফিকেট না দিলে আবারো তিনি অনুসারে বসবেন বলে দাবি করেছেন। সবটা মিলিয়ে মারাঠা সংরক্ষণ ইস্যুতে টালমাটাল অবস্থা মহারাষ্ট্রে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.