মোদি সরকার কৃষ্ণনগরের তৃণমূল বিধায়ক মহুয়া মিত্রের ফোন হ্যাক করতে চায়। তার ফোনে অ্যাপেল থেকে তেমনই সতর্কতা বার্তা এসেছে। এই কথা নিজেই মহুয়া তার এক্স স্যান্ডেলে জানিয়েছেন। প্রমাণস্বরূপ তিনি সেই মেসেজে স্ক্রিনশট পোস্ট করেছেন।
অ্যাপেল থেকে সতর্কতা বাড়তে জানানো হয়েছে যে এই রাষ্ট্র পরিচালক হ্যাকাররা যদি একবার আপনার ফোনে ঢুকে তাহলে তার ফোনের সমস্ত গোপন তথ্য নতি ছবি তাদের হাতে চলে যাবে দয়া করে এই মেসেজটা যেন তিনি উপেক্ষা না করেন। ইমেইল এবং ম্যাসেজের বার্তা স্ক্রিনশট এ দিয়ে মহুয়া লিখেছেন কেন্দ্রীয় সরকারের ভয় দেখে তাদের প্রতি করুনা হচ্ছে মহুয়ার।
শিবসেনা নেত্রী তথা রাজ্যসভার সাসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী কেউ উল্লেখ করেছেন মহুয়া তার পোস্টে। তিনি জানান প্রিয়াঙ্কা ছাড়াও আরো তিনজন এই মেসেজ পেয়েছেন অ্যাপেলের তরফ থেকে। তারা প্রত্যেকেই বিরোধী জোট ইন্ডিয়া সদস্য। মহুয়া আগেই জানিয়ে দিয়েছিলেন ৫ই অক্টোবর পর্যন্ত তিনি কমিটিতে যেতে পারবেন না কারণ তার পূর্বপরিকল্পিত কর্মসূচি রয়েছে।