প্রথমজন খানিক হতাশ ঘটনা প্রবাহে। কিন্তু তিনি অটুট আদর্শ। বরুণ বিশ্বাস এর মতন চরিত্র পেলে তিনি ভবিষ্যতে তৈরি করবেন। তবে তিনি দেখবেন এটাও যে দলের যেন তাতে কোন ক্ষতি না হয়। দ্বিতীয়জন অবশ্য খানিক নারাজ দশ বছর পরে আবারো কেন এই প্রসঙ্গ উঠে আসছে। প্রথমজন হল রাজ চক্রবর্তী এবং দ্বিতীয় জন হল পরমব্রত চট্টোপাধ্যায়।
সুটিয়ারির প্রতিবাদী শিক্ষক বরুণের হত্যাকান্ড উঠে এসেছে গত ২৭ শে অক্টোবর জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তার হওয়ার পর থেকেই। ২০১২ সালের জুন মাসে খুন হন শিক্ষক বরুণ। সেই ছবিকে কেন্দ্র করেই প্রায় এক বছর পরে রাজ চক্রবর্তী প্রলয় ছবিটি তৈরি করেছিলেন। সেই ছবিতেই বরুনা চরিত্র অভিনয় করেছিলেন পরমব্রত।
বরুণ খুন হওয়ার পর তার বাড়ির লোক দাবি করেছিল জ্যোতিপ্রিয় এই খুনের জন্য দায়ী। এখন বরুণের পরিবার সুবিচারের পথ চেয়ে বসে রয়েছে। তবে বরুণের দিদির দাবি তাকে সেই ছবিতে সঠিকভাবে দেখানো হয়নি কিন্তু পরিচালকের কথায় তিনি নিজে বরুণ হয়ে ছবিটি করতে চেয়েছিলেন তার সেই লড়াই তাকে অনুপ্রাণিত করেছিল।