এবার নতুন আয়োজন শীতের আমেজে। বিগ্রেডে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ হতে চলেছে। আয়োজকেরা যান দ্রৌপদী মুর্মুর পাশে প্রধান অতিথি হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে চান। আগামী সপ্তাতেই পরিকল্পনা রয়েছে দ্রৌপদী এবং মমতাকে আমন্ত্রণ করার জন্য।
যা পরিকল্পনা রয়েছে তাতে আগামী ২৪শে ডিসেম্বর সমাগম হতে চলেছে বিগ্রেডে। হিন্দু সংস্কৃতিতে ঐদিন গীতা জয়ন্তীতে এই পাঠ করার অভ্যেস রয়েছে। মনে করা হয় গীতার জন্ম হয়েছিল মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে। প্রদীপ্তা নন্দ এই প্রসঙ্গে জানিয়েছেন এই সমাবেশের সঙ্গে রাজনীতির কোন যোগাযোগ নেই। অনেক মহাপুরুষের জন্ম দিয়েছে বাংলা কিন্তু সেই বাংলায় আজ সঙ্কটাপূর্ণ।
২৪শে ডিসেম্বর ছুটির দিন রয়েছে। পরিকল্পনা অনুযায়ী সকাল ন’টা নাগাদ জমায়েত শুরু হবে। গীতা পাঠ শুরু হবে সমবেত কণ্ঠে সকাল দশটা থেকে। ১৮ অধ্যায়ের মধ্যে পাঁচটি বাছাই অধ্যায় পাঠ হবে। দুপুর বারোটার মধ্যে এই অনুষ্ঠানের শেষ হবে। ধর্মীয় অনুষ্ঠান হলেও কোন ভোগের ব্যবস্থা থাকবে না। এক লক্ষ শুকনো খাবার এবং তার সাথে জলের ব্যবস্থা রয়েছে।