এই ডার্ক সার্কেল বা চোখের নিচের কালো দাগ দূর করার জন্য অনেকেই বিভিন্ন ক্রিম ব্যবহার করেন বা চিকিৎসার আশ্রয় নিচ্ছেন কিন্তু তেমন কোন ফল পাচ্ছেন না। অথচ আপনার হাতের কাছে থাকা আমন্ড অয়েল ডার্ক সার্কেল থেকে মুক্তি দিতে খুব ভালো এবং দ্রুত কাজ করে। আমন্ড অয়েল-এ থাকা পুষ্টিগুণ এবং ভিটামিন ডার্ক সার্কেল-সহ ত্বকের বিভিন্ন ক্ষতি সারিয়ে তুলতে বিশেষ ভূমিকা রাখে। এটি ত্বক উজ্জ্বল করার পাশাপাশি ত্বকের নিস্তেজভাব দূর করে।
তাহলে চলুন দেখে নেয়া যাক, ডার্ক সার্কেল থেকে মুক্তি পেতে বা চোখের নিচের কালো দাগ দূর করতে বাদাম তেল কিভাবে ভূমিকা রাখে।
ডার্ক সার্কেল থেকে মুক্তি পেতে আমন্ড অয়েল-এর ভূমিকা
আমন্ড অয়েল বা বাদাম তেল খুব ভালো ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। চোখের চারপাশের ত্বক খুব সংবেদনশীল এবং সূক্ষ্ম তাই এখানে ক্ষতিকর কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার না করাই উচিত বরং এই সংবেদনশীল স্থানে প্রাকৃতিক উপাদান বা হালকা প্রোডাক্ট ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন স্কিন বিশেষজ্ঞরা।
১) ডিহাইড্রেশন-এর কারণে চোখের নিচের ত্বক ড্রাই ও ডাল হয়ে পড়ে এমনকি চোখের নিচে ব্ল্যাকিশ/ব্লুইশ টোন দেখা যায়। আমন্ড অয়েল-এ আছে ফ্যাটি এসিড যা চোখের চারপাশের স্কিনের সফটনেস বজায় রাখে ও ময়েশ্চারাইজড করে।
২) আমন্ড অয়েল হলো একপ্রকার ন্যাচারাল ব্লিচিং এজেন্ট। এটি চোখের নিচের পিগমেন্টেশন দূর করতে সাহায্য করে।
৩) চোখের আরেকটি বড় সমস্যা হলো, চোখের চারপাশে রিংকেল তৈরি হওয়া বা ভাজ পড়া। আমন্ড অয়েল-এ আছে ভিটামিন ই, এটি চোখের চারপাশের ত্বকের রিংকেল হওয়া থেকে বাঁচায় এবং ত্বক টানটান করে।
ডার্ক সার্কেল থেকে মুক্তি পেতে আমন্ড অয়েল-এর প্যাক
আসুন তাহলে এবার আর কথা না বাড়িয়ে দেখে নেই চোখের চারপাশের কালো দাগ বা ডার্ক সার্কেল দূর করতে আমন্ড অয়েলের কিছু ব্যবহার।
১. মধু ও আমন্ড অয়েল প্যাক
আপনার প্রয়োজন হবে
– হাফ চা চামচ মধু
– হাফ চা চামচ আমন্ড অয়েল
ডার্ক সার্কেল থেকে মুক্তি পেতে আমন্ড অয়েল ও মধু –
আপনাকে যা করতে হবে
মধু এবং বাদাম তেল ভালোভাবে মিশ্রিত করুন। তারপর রাতে ঘুমাতে যাওয়ার আগে এই মিশ্রণটি চোখের নিচে ভালোভাবে প্রয়োগ করুন। আপনি চাইলে সারারাত এটি রাখতে পারেন, এতে ভালো কাজ দেবে বা কিছুক্ষণ রেখে ধুয়েও ফেলতে পারেন।
প্রতিদিনই এই প্যাকটি ব্যবহার করতে পারেন।
মধু ত্বকে তারুণ্য বজায় রাখে এবং স্কিন হাইড্রেটেড রাখে। এটি আমন্ড অয়েলের সাথে যুক্ত হয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও ত্বক টানটান হতে সহায়তা করে।
২. গোলাপ জল ও আমন্ড অয়েল
আপনার প্রয়োজন হবে
– কয়েক ড্রপ আমন্ড অয়েল
– পরিমাণমত গোলাপ জল
– কটন বল