পশ্চিমবঙ্গ

আমার প্রাক্তন সহায়ককে আমার নাম বলতে চাপ দিচ্ছে ইডি! অভিযোগ রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর

 

বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ইডির হাতে গ্রেফতার হওয়ার পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। শনিবার দিন লেকটাউনের এক পথসভায় দমকলমন্ত্রী সুজিত বসু জানান তার নাম বলিয়ে নেওয়ার জন্য তারই প্রাক্তন আপতসহায়ককে ইডি আধিকারিকরা চাপ দিচ্ছেন।

সেই পথসভায় সুজিত বসু জানান নিতাই তার আপত সহায়ক ছিল তার বাড়ি গিয়ে ১২ ঘন্টা তল্লাশি চালানো হয়েছে। সেখানে কিছুই পাইনি। তিনি প্রথমবার কাউন্সিলর হয়েছেন এখন তিনি পুরসভার চেয়ারম্যান। এখন তার নাম বলে দেওয়ার জন্য নিতাইয়ের ওপর চাপ দেয়া হচ্ছে। তিনি আরো জানালেন এখন শুধু সুজিত বসুর নামটা বলে দিতে লিখে দিতে বলা হচ্ছে। তিনি জানালেন এইটা কীরম ধরনের অত্যাচার।

দখিন দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতে পুজোর আগেই হানা দিয়েছিল। বিধায়ক ছিলেন বহুদিন সুজিত বসু তারপর তিনি দমকলমন্ত্রী হওয়ার পরে সেই দায়িত্ব ছেড়ে দেন। সুজিত বসুর কথা অনুযায়ী যখনই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ১০০ দিনের কাজের বকেয়া মেটানোর দাবিতে কেন্দ্রীয় সরকারকে চাপ দিচ্ছেন ঠিক তখনই তাদের আন্দোলন ব্যাহত করার জন্য এমন ধরপাকড় করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.