এবারের পুজোয় মুক্তি পেয়েছে চারটি বাংলা ছবি। দশম অবতার, রক্ত বীজ, বাঘাযতীন এবং জঙ্গলে মিতিন মাসি। প্রথম কয়েক দিনের বক্স অফিসে নজর রাখলেই বোঝা যাবে সৃজিত মুখোপাধ্যায় দশম অবতার রয়েছে শীর্ষে। ইন্ডাস্ট্রির ফার্স্টবয় বক্স অফিসে বেশ ভালই ব্যবসা করেছে। তবে অভিনেতাদের মধ্যে কারা এগিয়ে? কাকে বেছে নেওয়া হলো প্লেয়ার অব দ্য ম্যাচ হিসাবে।
দ্বিতীয়বারের জন্য কয়ের বড় পর্দায় মিতিন মাসে হয় ফিরে এলেন। গল্পের মিতিন মাসির চেয়েও পর্দার মিতিন মাসি বেশ বোল্ড দর্শকরা বেশ পছন্দ করেছেন কোয়েলকে এই চরিত্রে। ইতিহাসের উপর ভরসা করে এইবার পুজোয় দেব বাঘাযতীন এনেছিল। দেবের অভিনয় সত্যিই সকলের মন ছুয়ে গেছে দশম অবতার কিংবা রক্তবীজের তুলনায় শো কম ছিল এই ছবির তবে জাতীয় স্তর ছুঁয়েছে।
দশম অবতারের জয়া হাসানের চরিত্র বেশ মনে ধরেছে দর্শকদের তাই তিনি তৃতীয় স্থান পেয়েছেন। তবে এই পুজোর বক্স অফিসে ধীরে ধীরে রাহুল দ্রাবিড় হয়ে উঠেছেন তিনি হলেন আবির চট্টোপাধ্যায়। ছবি মুক্তির দিন কিছুটা রক্ত বিষ পিছিয়ে থাকলেও লোকের মুখে মুখে প্রচারে বেশ ভালই বক্স অফিসে আয় হয়েছে। পুজোর মুক্তি পেয়েছে তার জোড়া ছবি এক দশম অবতার অন্যটি হলো উটিটিতে দুর্গ রহস্য। দশম অবতারের প্রবীর রায়চৌধুরীকে টেক্কা দিয়েছে অনির্বাণ ভট্টাচার্যের বিজয় পোদ্দার তাই তিনি প্রথম স্থান দখল করেছে।