জি বাংলার এক অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলো জগদ্ধাত্রী।জগদ্ধাত্রী ডক্টর কল কে জানাচ্ছে তার হসপিটালে একটা মার্ডার কেস হয়ে গিয়েছে জাল ওষুধের জন্য। তাই এই হসপিটালের কাউকেই ছেড়ে কথা বলবে না। জগদ্ধাত্রী ট্রিটমেন্টের কিছু বোঝেনা তবে সে খুব ভালো মতন বুঝতে পেরে গিয়েছে মার্ডার হয়েছে এখানে।
জগদ্ধাত্রী হাতে নতুন একটি কেস এসেছে। জগদ্ধাত্রী তাদের বাড়িতে দুর্গাপূজা অনুষ্ঠানে গেছে। সেখানে গিয়ে জগদ্ধাত্রীর মনে হয়েছে জামা কাপড় কাচার সাবানের মধ্যেই কোনরকম রহস্য লুকিয়ে রয়েছে। জগদ্ধাত্রী নিজের বুদ্ধি দিয়ে ব্রহ্ম কমল উদ্ধার করে দিল সকলের হাতে সাথে আসল চোরকে সেটাও জানানো সকলকে। পরিবারের যে ম্যানেজার সেই হলো আসল চোর।
উৎসব জগদ্ধাত্রীকে বেরিয়ে যেতে বলছিল ঠিক তখনই জগদ্ধাত্রী উৎসবের মুখ চেপে বলে সে যদি একবার মারা শুরু করে তাহলে সব ভুলে যাবে। বই দেহি এসো নিজের ছেলের পক্ষ নিয়ে জগদ্ধাত্রীকে বাড়ি থেকে বেরিয়ে যাবার কথা বলে আর জানায় তার বরদি অর্থাৎ কৌশিকিও তাকে বাঁচাতে পারবে না।