ভারতের বিদেশ মন্ত্র এস জয়শঙ্করের নতুন করে ব্যস্ততা বেড়েছে ইজরায়েল হামাস যুদ্ধের ফলে। তার নির্দেশ অনুযায়ী তেল আবির থেকে বিশেষ বিমানে ফেরানো হচ্ছে যুদ্ধবিধাস্য দেশে আটকে পড়া ভারতীয়দের। ভারতের বিদেশ মন্ত্রী কে এইসবের মধ্যেই দুর্গাপুজোর অষ্টমী দিন একটু অন্যভাবে দেখা গেল।
অষ্টমীর দিন তিনি দিল্লির একই মন্ডপে পুষ্পাঞ্জলি দিলেন এবং বাংলায় ক্যাপশনে লিখে প্রার্থনার ভিডিও সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন। কলকাতার পরে দিল্লিতেই দুর্গা সবচেয়ে বড় পুজো হয়। প্রবাসী বাঙালিরা সেখানকার পুজোয় মেতে উঠেছেন। অষ্টমীতে উপচে পড়া ভিড় দেখার মতন ছিল এরই মধ্যে অঞ্জলি দিলেন জলশঙ্কর।
তিনি প্রার্থনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাংলায় লিখেছেন,” পান্ডারা রোডের নয়া দিল্লির সার্বজনীন দূর্গা পূজা প্যান্ডেলে সকলের স্বাস্থ্য সুখ এবং সম্প্রীতির জন্য মা দুর্গার কাছে প্রার্থনা করলাম ” অন্যদিকে আবার ভারতের বিদেশ মন্ত্রক কানাডাকে একহাত নিয়েছেন। ভারতের কাজে নাকি সমানে নাক গলাচ্ছেন কানাডার কূটনীতি করা।